বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ছুরিকাঘাতে নাইম নামে এক গার্মেন্টস শ্রমিক খুন হয়েছে। ৯ অক্টোবর ( শুক্রবার ) রাত সাড়ে ৯ টায় ইসদাইরের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান,ছুরিকাঘাতে নিহত নাইম ও হত্যাকারীরা সকলেই গার্মেন্টস শ্রমিক।ঘটনার সময় তাদের মধ্য কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাইম কে।ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয় ও হাবিব নামক দুজনকে গ্রেফতার করে।তবে তারা কোন গার্মেন্টসের শ্রমিক এ বিষয়ে এখনো জানতে পারেনি পুলিশ।সংঘর্ষের প্রকৃৃত কারন জানতে ও জড়িতদের চিহৃিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, দুজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আল আমিন, লিমনসহ তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।