Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৪:০৫ পিএম

ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার আত্মহত্যা করেছেন। গতকাল স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) রাতে শিমলার ব্রকহর্স্টে অবস্থিত নিজ বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। শিমলার পুলিশ সুপার মোহিত চাওলা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে অশ্বনী কুমারের আত্মহত্যা করার খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, অশ্বিনী কুমারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
এদিকে এক সূত্রের খবরে জানা গেছে যে, গত কয়েক সপ্তাহ ধরে অবসাদে ভুগছিলেন সিবিআইয়ের এই প্রাক্তন ডিরেক্টর।
২০০৬-০৮ সাল পর্যন্ত হিমাচল প্রদেশ পুলিশের ডিজি পদে ছিলেন অশ্বিনী কুমার। ২০০৮-এর অগস্টে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। ২০১০ পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ