Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণধর্ষণকারী বিজেপি নেতা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

যোগী রাজ্যে হাথরসের ঘটনা নিয়ে এখনও উত্তাল গোটা ভারত। যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতবাসী। এরই মাঝে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।
এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (সাবেক হায়দারাবাদ)। তাৎপর্যপূর্ণ ঘটনা হল, যে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে, এবার সেই গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকেই।
পুলিশ বলছে, স্থানীয় বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি শ্যাম প্রকাশ দ্বিবেদীসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণকান্ডে। অপরজনের নাম অনীল দ্বিবেদী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
জানা গেছে, দু’সপ্তাহ আগে স্নাতকের এক ছাত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে শ্যাম প্রকাশ দ্বিবেদী ও অনীল দ্বিবেদী তাকে গণধর্ষণ করে। পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানিয়েছে, অভিযুক্তরা তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
নির্যাতিতার আরও দাবি, গত মার্চ মাসে ওই দুই অভিযুক্ত জোরপূর্বক তার ঘরে আটকে রেখেও ধর্ষণ করেছিল। তাহলে এতদিন অভিযোগ জানাননি কেন? ছাত্রীর অভিযোগ, পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তরা তার পরিবারের ক্ষতি করবে বলেছিল। সেই ভয়েই এতদিন পুলিশের কাছে যাননি তিনি।
ইতোমধ্যে কর্নেলগঞ্জ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ দায়েরের কথা শুনেই ওই বিজেপি নেতা আত্মগোপন করেন। কিন্তু কর্নেলগঞ্জ থানা পুলিশ গত শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দিও দিয়েছেন নির্যাতিতা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ