মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ দিয়েও কোনো ফল পায়নি সউদি আরব। আবার আরেক দেশ তুরুস্কের বিরুদ্ধে একই পথে হাঁটছে দেশটি।
এদিকে তুরস্কের ‘সব ধরনের পণ্য’ বর্জনে সউদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সউদি চেম্বার অব কমার্স।
আরব উপসাগরীয় দেশগুলোর নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে- তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোয়ানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানায় সউদি কর্তৃপক্ষ।
গালফ নিউজের বরাত দিয়ে এ কথা জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন।
সউদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান এক টুইট বার্তায় বলেন, ‘তুরস্কের সবকিছু বর্জন করা, সেটা হোক আমদানি, বিনিয়োগ কিংবা পর্যটন- প্রত্যেক সউদি ব্যবসায়ী এবং ভোক্তাদের দায়িত্ব।’
‘আমাদের সরকার, দেশ এবং নাগরিকদের বিরুদ্ধে তুরস্কের অব্যাহত শত্রু মনোভাবাপন্ন আচরণের জন্য (এটা করা উচিত)’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইস্তাম্বুলে সউদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের মারাত্মক অবনতি হয়।
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কড়া সমালোচনা করেন এরদোয়ান। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।