নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনায় দমবন্ধ অবস্থা কাটিয়ে চার দলে স্থানীয় ফুটবলারদের নিয়ে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট দিয়ে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে খেলাধুলা। আগের দিন এস এম কামাল উদ্দিন একাদশের পর গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল আরেক দল রফিক আহমদ চৌধুরী একাদশ। এ দলটির নেতৃত্বে রয়েছেন আমিনুর রহমান সজীব। টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে জাতীয় দলের এই ফুটবলার বলেন, ‘যেহেতু এটি একটি টুর্নামেন্ট। সেখানে জয়-পরাজয় কিংবা শিরোপা জেতার একটা লক্ষ্য থাকবে। তার চাইতে বড় স্বস্তি মাঠে নামতে পারাটাই। কেননা করোনাকালে গত সাত মাস ধরে মাঠের বাইরে ছিল ফুটবলাররা। এ টুর্নামেন্ট খেলে তারা হারিয়ে ফেলা রিদম ফিরে পাবে।’ দলটির কোচ মধ্যমাঠের সাবেক কৃতী ফুটবলার শামসুদ্দিন জানান, ‘কাগজে-কলমে কোন দল শক্তিশালী তা বলা যায়। কিন্তু ফুটবল হচ্ছে গোলের খেলা। যে গোলের সুযোগ সদ্ব্যবহার করতে পারবে সে দল শিরোপা পাবে। সে দৃষ্টিকোণ থেকে দল সম্পর্কে আমি এখন কিছু বলবো না। তবে আমার দলে ইনজুরি যেমন রয়েছে তেমনি নাসিরসহ আরো দুজন খেলোয়াড় আমি পাচ্ছি না।’ তবে এ টুর্নামেন্ট নিয়ে বেশ উচ্ছ্বাসিত তিনি। তাই ধন্যবাদ জানান জেলা ক্রীড়া সংস্থাকে এরকম একটি সুযোগ তৈরি করে দেয়ার জন্য। দলের ম্যানেজার আব্দুর রশিদ লোকমান বলেন, ‘মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছিল করোনা। মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট দিয়ে চট্টগ্রামের খেলাধুলার বদ্ধ দুয়ার খুলে দেয়। আমার দলের খেলোয়াড়দের লক্ষ্য থাকবে ভালো খেলা। খেলোয়াড়দের খেলা দেখে দর্শকরা আনন্দ পাবে এবং তাদের মুখে থাকবে হাসি। এটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।