Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

মাদকমুক্ত সমাজ চাই

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:৩২ এএম

একটি সমাজ বা জাতি ধ্বংস করার অন্যতম হাতিয়ার মাদক। নেশা করার প্রবণতা বহু প্রাচীনকাল থেকে এলেও, সাম্প্রতিক এদেশে মাদকাসক্তি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে, আমাদের যুবসমাজের একটা উল্লেখযোগ্য অংশ আজ মাদকাসক্ত। ভয়ের কথা হলো, এদের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে। ফলে, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়; তারা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে। এতে করে, অনেকেই হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে এবং কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যা মোটেও কাম্য নয়। আমাদের দেশে মাদকের দ্রুত প্রসার ঘটেছে। এই ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। মাদকদ্রব্য উৎপাদন, পরিবহন ও বিপণন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের সর্বনাশা কবল থেকে রক্ষার জন্য পারিবারিক ও সামাজিক পরিবেশ সুন্দর, আনন্দময় ও স্নেহ-প্রীতিপূর্ণ করে গড়ে তুলতে হবে। তাহলে সম্ভব, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি বা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা। তাই আসুন, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি।

মো. সায়েম আহমাদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন