Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে দুই সহোদরসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামি আটক

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৩:৪৩ পিএম

চট্টগ্রামের রাউজানে দুই সহোদরসহ তিন জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টায় ও শুক্রবার সকাল ১১টায় পৃথক অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত জানান, গোপন সংবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাত ১ টার দিকে বিনাজুরী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বদিউজ্জামান চৌধুরী বাড়ির মো. আব্দুল্লাহর ছেলে রাশেদ (৩৫) ও নয়ন (২৫) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং সিআর ১৫৯/২০) মামলা রয়েছে। অন্যদিকে, এএসআই সালাম হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকার ফকিরটিলার মো. আব্দুল মাবুদের ছেলে মো. ইউনুসকে (৪৮) আটক করে। তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা রয়েছে। মামলা নং (সিআর ১০৩৪/১৭)।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। তিনজনের মধ্যে দুজন নারী ও শিশু নির্যাতন ও একজন চেক প্রতারণা মামলার আসামি। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ