মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই নির্বাচনে মহাকাশ থেকে এবারও ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন নাসার নভোচারী কেট রুবিনস। এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নভোচারী কেট রুবিনস মহাকাশে থাকবেন। ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ভোট দিতে চান। নভোচারী কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে বিশ্বাস করি যে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব। প্রতিবেদনে বলা হয়, মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হবে। এর আগেও ২০১৬ সালের নির্বাচনে নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন। নিউইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।