Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রস্তুতিটা ভালো হলো না নাদালের

শেষ চারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

প্যারিসে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের প্রস্তুতিটা ভালো হলো না রাফায়েল নাদালের। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। তবে প্রত্যাশিত জয়ে সেমি-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ।

গতপরশু রোমে দিয়েগো শয়ার্টসমানের বিপক্ষে ৬-২, ৭-৫ গেমে হারেন আসরের নয়বারের চ্যাম্পিয়ন নাদাল। আর্জেন্টিনার এই খেলোয়াড়ের বিপক্ষে এটাই তার প্রথম পরাজয়। আর র‌্যাঙ্কিংয়ের ৯৭ নম্বর খেলোয়াড় জার্মানির ডমিনিক কোয়েপফারের বিপক্ষে দ্বিতীয় সেটে হেরে গিয়েছিলেন জোকোভিচ। দুই ঘণ্টারও বেশি সময়ের লড়াই শেষে ম্যাচ জেতেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।

এই সার্বিয়ান তারকার মেজাজ হারানোর ঘটনা ঘটেছে আবারও। একটি সার্ভিস গেমে হেরে যাওয়ার পর ক্ষোভে র‌্যাকেট ভেঙে ফেলেন ৩৩ বছর বয়সী তারকা। মাত্র দুই সপ্তাহ আগে অনিচ্ছাকৃত হলেও বল দিয়ে লাইন জাজকে আঘাত করায় দায়ে ইউএস ওপেনে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন তিনি। এমন কান্ড ঘটানোর জন্য ম্যাচ শেষে প্রশ্নের মুখোমুখি হন ১৭ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা, ‘এটি আমার ক্যারিয়ারে প্রথম বা শেষ র‌্যাকেট ভাঙা নয়। এভাবেই আমি মাঝেমধ্যে ক্ষোভ প্রকাশ করি। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য নিয়েও আমি একই রকম কাজ করছি।’
শেষ চারে জোকোভিচের প্রতিপক্ষ নরওয়ের কাসপের রুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাদাল

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৫ সেপ্টেম্বর, ২০২২
২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ