Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে চার কোটি টাকার ইয়াবা ও ২৭ লাখ টাকা উদ্ধার, ২ পাচারকারী আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ পিএম

র‍্যাব-১৫ এর সদস্যরা ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৭ লাখ ৭ হাজার নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানানো হয়।

আটক দুইজন হলেন, উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২ এর মৃত কলিম উদ্দিনের ছেলে নাজমুল হুদা (৩০) ও কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা খন্দকার পাড়া এলাকার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরিফ (৪২)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে আসামিদের সাথে থাকা ট্রলি ব্যাগ ও কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। আসামিদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ