Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়া নয় চর্চার বিষয়

| প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

তথ্য, প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীরা যাতে তথ্য-প্রযুক্তিতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে ২০১২ থেকে ২০১৫ এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়টি শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক করা হয়। কিন্তু তাতে তেমন একটা উপকার হচ্ছে না শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা শুধু রিডিং পড়ছে আর পরীক্ষার খাতায় মুখস্থ করা বিদ্যা লিখছে। বাস্তবিক জ্ঞান অর্জন হচ্ছে না। দেখা গেছে, দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই ডেস্কটপ বা ল্যাপটপ কীভাবে চালাতে হয় সেটাই ভালভাবে জানে না। আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি ব্যবহারিক বিষয়। এটি পড়ে নয় চর্চার মাধ্যমে আয়ত্ব করতে হয়। তাই প্রতিটি স্কুল-কলেজে আইসিটি ল্যাব স্থাপন করতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাব আছে, তবে তা তালাবদ্ধ হয়ে থাকে বছরের পর বছর। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে বিশেষ নজরদারির জন্য অনুরোধ করা গেল। পাশাপাশি, আইসিটি বিষয়ে শুধু বই পড়িয়ে নয়, বরং ব্যবহারিক করিয়ে যাতে শেখানো হয় সেই বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হোক।

মুন্সী মুহাম্মদ জুয়েল
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন