মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লি হিংসার ঘটনায় পুলিশের দাখিল করা চার্জশিটে নাম নেই কপিল মিশ্রদের। অথচ রয়েছে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদবের নাম। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের ‘টার্গেট’ করা হয়েছে।
এ প্রসঙ্গে মুখ খুলে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র। গত শনিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘দিল্লি হিংসার ঘটনায় পেশ করা চার্জশিটে কপিল মিশ্রর নাম নেই। অথচ ইয়েচুরি এবং যোগেন্দ্র যাদবের নাম রয়েছে। আমার মনে হয়, এরপর বিজেপি হয়তো নতুন করে ইতিহাস লিখবে। আর সেখানে গুজরাট দাঙ্গার জন্য নেহরুকে দায়ী করা হবে।’
এদিকে, এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলগুলোরও বক্তব্যও একই। সিপিএমের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘সরকার বিরোধী যে কোনো মতকে দমন করতে গুজরাট মডেলকে কৌশল হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৪ সাল থেকে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সমাজকর্মী, বুদ্ধিজীবীদের কণ্ঠস্বর কঠোরভাবে দমন করা হচ্ছে। এখন বিরোধী দলের নেতাদের গায়েও দাঙ্গাকারীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘এটা নৃশংসতার চেয়েও খারাপ। আমি তাদের পাশে আছি। তারা ক্ষমতায় থাকা জালিয়াতদের চেয়ে বড় দেশভক্ত।’ সূত্র : টাইমস নাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।