Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

টিএনও’র ব্যাগ থেকে চুরি করা টাকা রবিউল ক্রিকেট জুয়ায় লাগিয়েছিল, জুয়াড়ি খোকন আটক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ২:২৮ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলা’র ঘটনার নুতনভাবে আটক রবিউলকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদ করছে তদন্তকারী গোয়েন্দা পুলিশ। গতকাল ক্রিকেটে জুয়া খেলার সাথে জড়িত খোকন নামে আরো একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইমাম জাফর। পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে ইউএনও’র হামলার কথা স্বীকারকারী রবিউল গত ৬/৭ মাস আগে টিএনও ওয়াহিদা খানমের ব্যাগ থেকে ৫০ হাজার টাকা চুরি করেছিল। সেই টাকার মধ্যে ৪৮৫০০ টাকা খোকনের কাছে ক্রিকেট জুয়ায় লাগিয়েছিল। গতকাল দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকা থেকে খোকনকে আটক করে আদালতে পাঠানো হয়। তার নামে দিনাজপুর কোতয়ালী থানায় তার নামে জুয়া আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এসময় খোকনের কাছ থেকে ৩১৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। খোকন এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও তদন্তকারী কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ