Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারো বিরুদ্ধেই আপত্তি নেই!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনকে সামনে রেখে জমা পড়া ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্রে কারো বিরুদ্ধেই আপত্তি নেই! মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিলের দিন গতকাল বিকেলে এ তথ্য জানান বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আজ (গতকাল) মনোনয়নপত্রের ওপর আপত্তির দিন ছিল। বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে আপত্তি তুলেননি। ফলে এখন মনোনয়নপত্র বাছাই করতে সুবিধা হবে।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল বিকেল ৩টা থেকে মনোনয়নপত্র বাছাই শুরু করবে নির্বাচন কমিশন। মনোয়নপত্র প্রত্যাহারের দিনক্ষণ শুরু হয়েছে জমার দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এই পাঁচদিন বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশনার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান করবে ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ অক্টোবর দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। এই সময়ের মধ্যে ১৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আগের দিন বেশ সরগরম পরিবেশেই বাফুফে ভবনে এসে মনোনয়নপত্র জমা দেন ৪৯ জন প্রার্থী। কিন্তু কাল বাফুফে ভবন ছিল বেশ নীরব। আপত্তি গ্রহনের দিন থাকলেও কোন প্রার্থীর বিরুদ্ধেই তা ওঠেনি।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন আরও বলেন, ‘বাফুফের নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমরা তিনটি কার্যক্রম শেষ করেছি। এগুলোর মধ্যে রয়েছে, তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ ও জমা। আপত্তির দিনক্ষণও শেষ। এখন অপেক্ষা মনোনয়নপত্র বাছাইয়ের।’
আগামীকাল বিকেল তিনটা থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম। তবে বাছাইয়ে প্রার্থীতার উপর চারটি বিষয় খতিয়ে দেখবেন নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে মেজবাহ উদ্দীন বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থীতার উপর আমরা চারটি বিষয়ে জোর দেবো। প্রার্থীর বয়স ২৫ এর নীচে এবং ৭২ বছরের বেশি যেন না হয়। কোন প্রার্থী ফৌজদারী আইনে সাজাপ্রাপ্ত আসামী কিনা, প্রার্থী বাংলাদেশের নাগরিক কিনা এবং তিনি ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কিনা। এই চার বিষয় খতিয়ে দেখে মনোনয়নপত্র বাছাই করা হবে। আমরা জানি, বাফুফের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তারা সবাই বড় মাপের এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তি। তাই মনোনয়নপত্রে অন্য কোন ভুল উনারা করেননি বলেই আমার বিশ্বাস।’
মনোনয়নপত্র জমা দেয়ার দিন বাফুফে ভবনে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। একজন প্রার্থীর সঙ্গে অনেকেই এসেছিলেন। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়ার দিন বাফুফে ভবনে স্বাস্থ্যবিধি মানা হয়েছিল কিনা আমি জানি না। তবে মাস্ক ব্যবহার করে নিয়ম মানা উচিত সকলের। তাছাড়া একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার দেখার বিষয় নির্বাচনস্থলে (সোনারগাঁ হোটেলে) স্বাস্থ্যবিধি ঠিক আছে কিনা। আমরা কথা দিচ্ছি, নির্বাচনের দিন স্বাস্থ্যবিধির সকল কার্যক্রম মানা হবে সোনারগাঁ হোটেলে।’
মনোনয়নপত্র বাছাইয়ের পর সবগুলো যদি বৈধ ঘোষিত হয় এবং কেউ প্রত্যাহার করে না নেন তবে বাফুফের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৯ জনই লড়বেন। এর মধ্যে সভাপতি (১) পদে তিন, সিনিয়র সহ-সভাপতি (১) পদে দুই, সহ-সভাপতি (৪) পদে আট এবং সদস্য (১৫) পদে ৩৬ জন নির্বাচন করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফে

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ