বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের বিভিন্ন এলাকা হতে অসহায় বেকার নারীদের বিদেশে ভালো বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারের অভিযোগে চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। উদ্ধার করেছে তিন নারীকে। বুধবার ভোর রাতে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
আটক সিরাজুল ইসলাম ওরফে সিরাজের (৪২) বাড়ী যশোর জেলায়। সে নারী পাচারকারী চক্রের সদস্য।
উদ্ধারকৃতরা হচ্ছে- মোছাঃ লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) ও তাসলিমা আক্তার আন্নী (২৭)। তারা সবাই সাভার আমিন বাজারের কাউন্দিয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, একজন নারী পাচারকারী কয়েকজন নারীকে ভারতে পাচার করার উদ্দেশ্যে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে ভোররাত সোয়া তিনটার দিকে আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে মোছাঃ লিমা আক্তার, প্রিয়াংকা ও তাসলিমা আক্তার আন্নীকে উদ্ধার করা হয় ।
আটক করা হয় নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে।
আটক সিরাজ র্যাাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, র্দীদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে অসহায় বেকার নারীদের বিদেশে ভালো বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিলো সে।
এঘটনায়া সাভার মডেল থান একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।