Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

যশোরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধটির সংস্কার প্রয়োজন

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী জনসভা করতে আসেন মুক্তারপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে ধরে রাখতে ১৯৯৯ সালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বঙ্গবন্ধুর নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। তবে কালের বিবর্তনে সেই স্মৃতিসৌধটির এখন বেহাল অবস্থা। গ্রামের পাশ দিয়ে বহমান কপোতাক্ষ নদের বুকে বিলীন হওয়ার পথে স্মৃতিসৌধটি। দুঃখজনক হলেও সত্য, স্মৃতিসৌধটির সংস্কারের কোনো সম্ভাবনা দেখছে না এলাকার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তাদের সদিচ্ছার অভাব বোধ করা গেছে। জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থাপনাটি স্থায়ীভাবে সংস্কার করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সিদ্দিক হোসেন
কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন