Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী পুঠিয়া থেকে অপহৃত কিশোরী নওগাঁ থেকে উদ্ধার আটক ১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৬ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে অপহৃত কিশোরী নাজমুন নাহার তমা (১৪) কে নওগাঁর মহাদেবপুর থানার নওহাটা মোড় থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও কামরুল হাসান (৩০) নামের একজনকে আটক করে। আটককৃত কামরুল রাজশাহীর পুঠিয়া উপজেলার চকদুর্লভপুর গ্রামের জুলমত আলীর ছেলে।

র‌্যাব জানায়, চলতি মাসের ১ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে কৈপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে কিশোরী নাজমুন নাহার তমাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর ওই কিশোরীর বাবা পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটা মোড় থেকে অপহৃত কিশোরী তমাকে উদ্ধার করে ও অপহরণের সাথে জড়িত কামরুলকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ