Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘোড়াঘাট টিওনোর উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৭ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট ইউ এন ও ওহেদা খাতুন ও তার পিতার উপর হামলার ঘটনায় র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও র‍্যাবের র্যৌথ অভিযানে আটক আসাদুল হককে আটকের কথা ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম নিশ্চিত করেছে। সে যুবলীগের কর্মী। এছাড়া রেবের হাতে আটক উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নৈশ প্রহরী পলাশ কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার খবর পাওয়া গেছে। তাদেরকে রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর সাথে মুঠোফোনে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান এবং বলেন এখনো আপনাদের তথা গণমাধ্যমকে দেওয়ার মতো কোন খবর সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ইউ এন ও এবং তার বাবার উপর হামলার মোটিভ উদঘাটনে কয়েকটি বিষয় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। এর মধ্যে প্রশাসনিক কাজে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জমিজমা সংক্রান্ত বিষয় রয়েছে কিনা ইত্যাদি। তবে হামলার ঘটনার সাথে বড় কোন ব্যাপার এবং প্রভাবশালীদের হাত থাকার বিষয়টিকে তদন্তকারী সংস্থা গুলো এড়িয়ে যাচ্ছে না। মাহফুজ দিনাজপুর অফিস উপজেলা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ