পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম থেকে দুই ভাইকে তুলে নিয়ে আট লাখ টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারের টেকনাফে কথিত ক্রসফায়ারে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের একটি আদালতে নিহত দুই যুবকের বোন রিনাত সুলতানা শাহীন বাদী হয়ে এ মামলা করেন।
চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এ এম জিয়া হাবীব আহসান। আদালত চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্ত করে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
নিহত আমানুল হক হারুন ও আজাদুল হক আজাদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ফকিরপাড়ার আমিনুল হকের পুত্র। মামলায় অভিযুক্তরা হলেন- মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, একই থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজাহারুল ইসলাম, দ্বীন ইসলাম, এবং আমজাদ হোসেন। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রিনাত সুলতানা শাহীন জানান, তার বড় ভাই আমানুল হকের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। লকডাউন শুরুর পর দোকান বন্ধ হয়ে যাওয়ায় তিনি পেয়ারার চাষ শুরু করেন। ছোট ভাই আজাদ বিদেশে থাকতেন। গত রমজানের সময় তিনি দেশে ফিরেন। গত ১৩ জুলাই রাতে আমানুলকে এবং ১৫ জুলাই আজাদকে চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় টেকনাফ থানা পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ১৫ জুলাই রাতে তাদের ছাড়িয়ে আনতে আট লাখ টাকা দাবি করে ফোন করা হয়। পরদিন যোগাযোগ করা হলে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে তাদের লাশ নিয়ে যেতে বলে টেকনাফ থানা পুলিশ। পুলিশের কথামতে, ১৬ জুলাই মর্গে গিয়ে পরিবারের সদস্যরা দুই ভাইয়ের লাশ শনাক্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।