Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১:৩৫ পিএম

নারায়ণগঞ্জ থানার ফতুল্লা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গডফাদার ১৪ মামলার আসামী বিপ্লব(৩১) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করে পুলিশ।সোমবার(১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাদঁমারী বস্তি এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বিপ্লব চাঁদমারী এলাকার সুলতান মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের সূএ থেকে জানাযায়, বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। তিনি শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। বিপ্লব কে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। পরে ডিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ