পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামের রাউজান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ এবং এক ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের অরবিন্দু চৌধুরীর ছেলে রাজ গোপাল চৌধুরী।
আদালত মামলাটি গ্রহণ করে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন- বাদীর একই গ্রামের সুনীল দাশের ছেলে রাজীব দাশ, রাউজান থানা থেকে সদ্য বদলি হওয়া ওসি কেফায়েত উল্লাহ, পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ এবং রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার।
বাদীর আইনজীবী দেলোয়ার হোসেন জানান, বাদীর বাবা অভিযুক্ত রাজীবের বাবার কাছ থেকে ৬১ শতক সম্পত্তি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি রাজীব ওই সম্পদ জোরপূর্বক দখলের চেষ্টা চালান। রাউজান থানার ওসি কেফায়েত ও এসআই টুটুন এবং ইউপি চেয়ারম্যান রাজীবকে মদদ দিচ্ছিলেন বলে মামলার আরজিতে বাদী অভিযোগ করেছেন। তারা একটি চক্র গড়ে তুলে তাকে একটি ঘরে জিম্মি করে রাখে। পরে রাউজান থানার এসআই সুজন দে ঘরের তালা খুলে তাকে উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ক্রসফায়ারের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।