Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আত্মহত্যা করে প্রতি চার মিনিটে ১ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য মতে, প্রতি চার মিনিটে একজন করে আত্মহত্যা করছেন দেশটিতে। এই ক্ষেত্রে নারীদের পিছনে ফেলে এগিয়ে রয়েছেন সেদেশের পুরুষেরা। আত্মহত্যার ঘটনার ৬৮ শতাংশই পুরুষ। পারিবারিক অশান্তি, হতাশা, পরীক্ষায় অসফল, প্রেমে বিফল সহ একাধিক কারণে প্রতিদিন একাধিক আত্মহত্যার ঘটনা ঘটছে ভারতে।

এনসিআরবি’র তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৯ সালে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৩। প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। যা আগের বছরের তুলনায় আত্মহত্যার প্রবণতা ৩.৪ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে নথিভুক্ত আত্মঘাতী ১ লাখ ৩৪ হাজার ৫১৬ জন। ২০১৭ সালে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১ লাখ ২৯ হাজার ৮৮৭টি। ২০১৯ সালে সেখানে আত্মঘাতী ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানাচ্ছে, ক্রমান্বয়েই ধারাবাহিকভাবে আত্মহত্যার ঘটনা বাড়ছে। প্রতি ১ লাখ জনসংখ্যার নিরিখে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে আত্মহত্যার হার বেড়েছে ০.২ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে গোটা দেশে আত্মহত্যার হার ছিল ১০.৫ শতাংশ। সেখানে ভারতের শহরগুলিতে এই হার ১৩.৯ শতাংশ। অর্থাৎ শহরের মানুষের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি।

প্রতিবেদক থেকে জানা গেছে, প্রতি ১০০ আত্মঘাতীর মধ্যে ৭০.২ শতাংশ পুরুষ। মহিলা ২৯.৮ শতাংশ। বিভিন্ন থানার পুলিশ রেকর্ড থেকে এই তথ্য সংগ্রহ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। যে পুরুষরা আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে ৬৮.৪ শতাংশই বিবাহিত। আবার বিবাহিত মহিলা আত্মঘাতীর সংখ্যা ৬২.৫ শতাংশ।

দুর্ঘটনায় মৃত্যুতে মহারাষ্ট্র শীর্ষে। করোনা মৃত্যুতেও শীর্ষে। আবার আত্মহত্যার শীর্ষেও মহারাষ্ট্র। গোটা বছরে (২০১৯) ১৮ হাজার ৯১৬ জন আত্মঘাতী। তামিলনাড়ুতে আত্মঘাতী ১৩ হাজার ৪৯৩ জন। পশ্চিমবঙ্গ রয়েছে তিনে। আত্মঘাতী ১২,৬৬৫ জন। চারে মধ্যপ্রদেশ, ১২,৪৫৭ জন আত্মঘাতী। কর্নাটকে আত্মহত্যা করেছেন ১১,২৮৮ জন। এই পাঁচ রাজ্যে সম্মিলিত ভাবে আত্মঘাতী ৪৯.৫ শতাংশ। সেখানে বাকি ২৪ রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মঘাতী ৫০.৫ শতাংশ।

শিক্ষার নিরিখে বিশ্লেষণ করলে, আত্মঘাতীদের মধ্যে ১২.৬ শতাংশ নিরক্ষর। ১৬.৩ শতাংশ প্রাথমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৯.৬ শতাংশ প্রাথমিকের গন্ডি পেরিয়েছেন কিন্তু অষ্টম শ্রেণির পর আর পড়েননি। ২৩.৩ শতাংশ ম্যাট্রিক পর্যন্ত পড়েছেন। স্নাতক বা তার ঊর্ধ্বে পড়াশোনা করেছেন এমন আত্মঘাতী মাত্র ৩.৭ শতাংশ। সূত্র : হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ