বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় মাদরাসাছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চার জনকে মৃত্যুদন্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন হলেন, বনি আমিন শিকদার, রাহিন শেখ, রাজু শেখ ও নুহু শেখ। এ মামলায় খালাস পেয়েছেন সিরাজ শিকদার ও জসিম শিকদার। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ৩০২ ধারায় ফাঁসি ও প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ৩৬৪ ধারা তাদের আরও ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডপ্রাদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।