Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে শোক মিছিলে পুলিশের পেলেট গান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র আশুরার শোক মিছিলে পুলিশের গুলিতে ৩০ জন আহত হয়েছেন। শনিবার শোক পদযাত্রায় টিয়ারগ্যাস ও ছররা গুলি করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদেরকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোক যাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। এর পর পরেই তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও ছররা গুলি ছোড়া হয়। তখন বিক্ষোভকারীরা কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে। ইকবাল আহমাদ নামের একজন বলেন, এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন। তবে সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। তবে পুলিশ বলছে, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তারা সেই আদেশ লঙ্ঘন করায় এ পদক্ষেপ নেয়া হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ