মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী অফিসার হিসেবে অন্তর্বর্তী চুক্তিতে দায়িত্ব গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ান প্রযুক্তিবিদ ভেনেসা পাপাস। চীনের মালিকানাধীন অ্যাপটির দায়িত্ব থেকে বৃহস্পতিবার সরে দাঁড়ান কেভিন মেয়ার।
পাপাস আগে ইউটিউবের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। টিকটকে যুক্তরাষ্ট্রের জেনারেল ম্যানেজার হিসেবেও সাফল্য দেখান তিনি। আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় চীনা কোম্পানী বাইটড্যান্স বেশ চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন। আদেশে জানান, সেপ্টেম্বরের ভেতর চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেন। এমন পরিস্থিতে দায়িত্ব ছাড়েন মেয়ার।
পাপাস দায়িত্ব নেয়ার পর বলেছেন, ‘আমাদের বৈশ্বিক কমিউনিটি খুব শক্তিশালী এবং প্রাণবন্ত। প্রতিদিন মানুষের যে ক্রিয়েটিভিটি দেখি, তাতে উৎসাহ পাই। টিকটকের ভবিষ্যৎ উজ্জ্বল।’ পাপাস কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। ২০ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়াতেই ছিলেন। সেখান থেকে চলে যান লন্ডন।
এদিকে আমেরিকায় টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে ওয়ালমার্টও। টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটক কিনতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার টিকটক থেকে সরে দাঁড়ান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মেয়ার। এর কয়েক ঘণ্টার মধ্যে ওয়ালমার্টের পক্ষ থেকে এ ঘোষণা আসে। মাইক্রোসফট ছাড়াও টুইটার এবং ওরাকলও টিকটক কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
ওয়ালমার্ট এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা কিনতে পারলে, বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানো যাবে।
মার্কিন কোম্পানিটির ভাষ্য, আমরা নিশ্চিত ওয়ালমার্ট ও মাইক্রোসফটের অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রে ইউজারদের প্রত্যাশা পূরণ করতে পারবে টিকটক। সরকারি নিয়ন্ত্রক সংস্থার আস্থাও অর্জন করবে।
এদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীনের কাছে পাচার করছে মূল কোম্পানি বাইটড্যান্স। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে চীনা কোম্পানিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।