প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সোস্যাল মিডিয়ার অন্যতম একটি অ্যাপস ‘টিকটক’। বিভিন্ন গান বা ডায়ালগের কয়েক সেকেন্ডের ব্যক্তিগত ভিডিও পোস্ট করার মাধ্যমে এই অ্যাপসটি ব্যাপক প্রসার লাভ করে। অ্যাপসটিতে আসক্ত হয়েছেন বিভিন্ন পেশা-শ্রেণী ও বিভিন্ন বয়সের মানুষ। এ তালিকায় পিছিয়ে নেই দেশের শোবিজ তারকারা। বিষয়টিকে শোবিজ অঙ্গণের অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তারা মনে করেন, তারকারা এ ধরনের ভিডিওর মাধ্যমে নিজেদের অবমূল্যায়ণ করছেন। কারণ, তারা সহজলভ্য হয়ে পড়ছেন। বিশেষ করে সিনেমার তারকারা যদি টিকটকের মাধ্যমে নিজেদের সহজলভ্য করে তোলেন তাহলে দর্শক কেন টিকেট কেটে সিনেমা হলে তাদের দেখতে যাবেন? টিকটকে তারকাদের এই আসক্তি সিনেমায় যথেষ্ট কুপ্রভাব ফেলে। একটা সময় ছিল, যখন এফডিসি’র গেটে তারকাদের একনজর দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষ ভীড় করে থাকতো। সিনেমার এই আকালের যুগেও যখন কোনো অনুষ্ঠান উপলক্ষে এফডিসিতে তারকারা উপস্থিত হন, তখনও এফডিসি’র গেটে ভক্তদের ভীড় দেখা যায়। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, তারকাদের সামনা সামনি একনজর দেখার জন্য ভক্তদের কত আগ্রহ! দুঃখজনক বিষয় হচ্ছে, সময়ের সাথে তাল মিলাতে গিয়ে সেই তারকাদেরই কেউ কেউ টিকটকের মতো চটুল বিষয়ে নিজেদের উপস্থাপন করে অনেকটা হাসির পাত্রে পরিণত হচ্ছেন। অথচ সিনেমার তারকাদের সামনে থেকে দেখা ভক্তদের অনেকটা সাধনা করার মতো ছিল। এখন তাদের সেই সাধনা করতে হয় না। মুহূর্তে তারকাদের টিকটক ভিডিওর মাধ্যমে তারা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে যাচ্ছেন। শোবিজের অনেকেই মনে করছেন, নিজেদের শর্টকার্টে উপস্থাপন করে লাইক, কমেন্ট পাওয়ার আশায় তারকারা এ পন্থা বেছে নিচ্ছেন, যা তাদেরকে সস্তা করে তুলছে। সচেতন মিডিয়া ব্যক্তিত্বরা মনে করছেন, তারকাদের পরিচিতি বাড়ানোর এমন সস্তা মাধ্যমের কারণে দেশের সিনেমায় নেতিবাচক প্রভাব পড়ছে। টিকটকে আসক্ত তারকাদের কাছে এমন আসক্তির কারণ জানতে চাইলে অনেকে অবসর কাটানোর অজুহাত দাঁড় করাচ্ছেন। অথচ বিশ্বের শোবিজের দর্শকপ্রিয় তারকাদের এভাবে টিকটকে বিভিন্ন উদ্ভট ও হাস্যকর ভঙ্গিমায় টিকটকে হাজির হতে দেখা যায় না। ফলে তাদের সরাসরি একনজর দেখার জন্য ভক্তদের পরম আকাক্সক্ষা হয়েই রয়েছে। মাঝে মাঝে তারা ভক্তদের সাথে সরাসরি দেখা দেয়ার জন্য বিভিন্ন স্পট বেছে নিতে দেখা যায়। যেমন শাহরুখ খান প্রায়ই তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের সামনে হাজির হন। তাকে একনজর দেখার জন্য হাজার হাজার ভক্ত তার বাসার সামনে হাজির হয়। গত ঈদুল ফিতরেও তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অথচ আমাদের দেশে দর্শকপ্রিয় অনেক তারকাই প্রায় নিয়মিত টিকটকের মতো সস্তামানের ভিডিওতে হাজির হয়ে হাসির পাত্র হচ্ছেন। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, প্রার্থণা ফারদিন দীঘি, পূজা চেরী, মেহজাবিন, নাদিয়া আহমেদ, সাফা কবির, তানজিন তিশা, তৌসিফ মাহবুব, নিলয় আলমগীর, বিপাশা কবির, ইমতু রাতিশ, তানহা তাসনিয়া, মিষ্টি মারিয়া, রাজ রিপাসহ অনেকে। তারকাদের টিকটকে এমন আসক্তির কারণ সম্পর্কে মিডিয়া বোদ্ধারা মনে করেন, সহজে দর্শকের মনোযোগ পাবার জন্য তারা এমনটি করছেন। অথচ তারা বুঝতে পারছেন না, এর মাধ্যমে নিজেদের সস্তা করে তুলছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।