Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনা ও মিরপুরে ভবন থেকে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে । 

নিহতের মধ্যে সাব্বির হোসেন (৪০) মিরপুর পল্লবীতে সিটি করপোরেশনের পরিত্যক্ত ভবন থেকে পড়ে মারা যান। তিনি পরিবার নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পে থাকতেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজিদ আলী জানান, খবর পেয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের সি বøকের সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি ভবনের নিচ তলায় সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ফেটে যাওয়ার চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, বিমানবন্দর গোল চত্বরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হন। গতকাল বিকেল পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। বিমানবন্দর থানার এসআই আবু তাহের জানান, গত রোববার দিনগত রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বিমানবন্দর গোল চত্বর ফুটওভার ব্রিজের পাশে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, মৃত ব্যক্তিটি বিমানবন্দর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে তার নামপরিচয় জানাতে পারেননি কেউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ