Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে চিঠি দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

দুইটি পরীক্ষা স্থগিত রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে করোনা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা আয়োজনের অর্থ শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ঠেলে দেয়া। চিঠিতে এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

গতকাল সকালে এই বিষয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে আমি ইউজিসি-র সূচি অনুযায়ী কলেজে পরীক্ষার বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। কারণ, একই সময়ে পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের ঝুঁকির সামনে ঠেলে দেবে।’ শিক্ষার্থীদের ‘সুরক্ষিত’ পরিবেশ সবার ‘কর্তব্য’ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাপিয়ে গিয়েছে। এমন সময় পরীক্ষার আয়োজন নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন শিক্ষার্থীদের একাংশ। তবে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ