মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুইটি পরীক্ষা স্থগিত রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে করোনা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা আয়োজনের অর্থ শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ঠেলে দেয়া। চিঠিতে এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
গতকাল সকালে এই বিষয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে আমি ইউজিসি-র সূচি অনুযায়ী কলেজে পরীক্ষার বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। কারণ, একই সময়ে পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের ঝুঁকির সামনে ঠেলে দেবে।’ শিক্ষার্থীদের ‘সুরক্ষিত’ পরিবেশ সবার ‘কর্তব্য’ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাপিয়ে গিয়েছে। এমন সময় পরীক্ষার আয়োজন নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন শিক্ষার্থীদের একাংশ। তবে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।