Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বিদ্যুৎকেন্দ্রে আগুন, আটকেপড়া ৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১০:৫০ এএম

ভারতের তেলেঙ্গানায় জলবিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় ভেতরে আটকেপড়া ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর আনন্দাবাজার।

মৃতদের মধ্যে রয়েছেন একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দুজন জুনিয়র প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং একটি বেসরকারি ব্যাটারি সংস্থার দুজন কর্মী।

বৃহস্পতিবার রাতে শ্রীশৈলম প্ল্যান্টের এক নম্বর ইউনিটে আগুন লাগে। সেই সময় ২০ জন কর্মী ভেতরে ছিলেন। ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আটকা পড়েন ৯ জন। আজ তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীশৈলম বাঁধের তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিদ্যুৎমন্ত্রী জগদীশ রেড্ডিসহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, আগুন নেভার পর তদন্ত শুরু হবে।

সূত্র: আনন্দাবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ