বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকের মধ্যে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শুক্রবার (২১
আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় ট্রাকটি তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ীর
গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), একই গ্রামের ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২),দিনাজপুররের হাকিমপুর উপজেলার
বাসুদেবপুর গ্রামের মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী সাঈদ (৩৫)। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। একটি পাথর বোঝাই ট্রাকে করে ফেন্সিডিল গুলো রাজধানী ঢাকাতে
নিয়ে যাচ্ছিল সকালে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭২৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ ও তাদের আটক করা হয়।
ক্যাম্প কমান্ডার আরো জানান, তারা তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে
সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। অবশেষে তারা ধরা পড়লো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।