বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাগর উত্তাল ও ৩ নং সর্তক সঙ্কেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে এবং শতাধিক মানুষ টেকনাফে আটকে আছেন।
গতকাল টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া নৌঘাটে অনেক লোককে ভিড় করতে দেখা যায়। তারা তিন দিন ধরে সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন। তবে সাগর উত্তাল থাকায় রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্কট দেখা দিয়েছে। এছাড়া চার দিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা শতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছে।
সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে কোনও নৌযান চলাচল করতে পারছে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।