মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনা কোস্টগার্ডের জাহাজ গত শনিবার পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করেছে। জাপানের কোস্টগার্ড এই অভিযোগ করে জানিয়েছে, এক সপ্তাহে এটা এ ধরনের দ্বিতীয় ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে টোকিওর দূতাবাসের মাধ্যমে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করে। টোকিওর দাবি, দ্বীপপুঞ্জের আশপাশের জলসীমায় চারটি জাহাজ প্রবেশ করেছে। এই এলাকাটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, জনবসতিহীন দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য অংশ। জানা গেছে, জাহাজগুলো স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই বিরোধপূর্ণ এলাকায় প্রবেশ করে এবং দুই ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যায় বলে জাপানের কোস্টগার্ড দাবি করেছে। জাপানিদের কাছে এই দ্বীপপুঞ্জ সেনকাকুু এবং চীনের কাছে দিয়াইয়ু নামে পরিচিত। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।