মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল। সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ৪টা ৩৬ মিনিটে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার ছিল। যা প্রায় এক মিনিট স্থায়ী হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কম্পনটির মাত্রা ছিল ৫.৫।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় এক মিনিট স্থায়ী কম্পনে বহু লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি।
বালি দ্বীপ ছাড়াও প্রতিবেশী লম্বক অঞ্চলেও কম্পনের খবর জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।