Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির মন ফেরাতেই কোম্যানের হাতে বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

সবকিছু একরকম ঠিক করাই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল তা জানিয়ে দিল বার্সেলোনা। রোনাল্ড কোম্যানকেই কোচ হিসেবে বেছে নিয়েছে কাতালান ক্লাবটি। ৫৭ বছর বয়সী এ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বার্সা। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বার্সা কোচের দায়িত্ব পালন করবেন কোম্যান। ক্লাব প্রেসিডেন্ট আগের দিনই নিশ্চিত করেছিলেন। পরদিন সকালেই এলো আনুষ্ঠানিক চ‚ড়ান্ত ঘোষণা। ক্লাবের ওয়েবসাইটে গতকাল মূল দলের কোচ হিসেবে কোম্যানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
গত শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বার্সেলোনা পর্যদুস্ত হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। চারদিক থেকে ম‚ল দল পুনর্গঠনের দাবি ওঠে। পরদিনই কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু করে বার্সেলোনা। পরদিন স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গেও চুক্তির ইতি টানে তারা। সেদিনই শেষ মুহ‚র্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে কোম্যানকে নিয়োগ দেওয়া হবে বলে জানান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এবার এলো চ‚ড়ান্ত ঘোষণা।
খেলোয়াড় হিসেবে নব্বইয়ের দশকের শুরুতে তখনকার কোচ ইয়োহান ক্রুইফের বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিম’র গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোম্যান। ছিলেন ১৯৯২ সালে ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের নায়ক; সাম্পদোরিয়ার বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ে ফ্রি-কিকে ম্যাচের একমাত্র ও জয়স‚চক গোলটি করেছিলেন তিনি।
কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার সহকারী কোচ ছিলেন কোম্যান। প্রধান কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন নিজ দেশ নেদারল্যান্ডসের ক্লাবে। এরপর দেশের সফলতম ক্লাব আয়াক্স, স্পেনের ভালেন্সিয়া, ইংল্যান্ডের সাউদাম্পটন ও এভারটনসহ আরও কয়েক দলে কোচিং করানো সাবেক এই ডিফেন্ডার ২০১৮ সালে দায়িত্ব নেন নেদারল্যান্ডস জাতীয় দলের। তার হাত ধরে ২০১৯ সালে ডাচরা উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে রানার্সআপ হয়, জায়গা করে নেয় এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম‚ল পর্বে। গত এক যুগের মধ্যে ২০১৯-২০ মৌসুমই প্রথম খালি হাতে শেষ করেছে বার্সেলোনা। দলের মধ্যে অসন্তুষ্টির খবর বারবার গণমাধ্যমে এসেছে। এবার পুরনো ঠিকানায় শুরু হলো ৫৭ বছর বয়সী কোম্যানের নতুন চ্যালেঞ্জ।
বায়ার্নের কাছে বিধ্বস্ত হবার পর থেকেই ঝড় শুরু হয়েছে ক্লাবটিতে। কোচ ও ক্রীড়া পরিচালক ছাঁটাই হয়েছেন। এ ছাড়াও মেসি নিজেও এই আশ্চর্য পতনের আগে থেকেই বার্সা বোর্ডের ওপর বিরক্ত। দলবদল নিয়ে ক্লাবটির পরিকল্পনা, মাঠ ও মাঠের বাইরে বার্সার কর্মকাÐে খুব একটা সন্তুষ্ট নন মেসি। তার এ অসন্তোষের তির মোটামুটি বার্সা সভাপতির দিকেই তাক করা। এর পাশাপাশি বায়ার্নের সঙ্গে বাজে হারের পর গুঞ্জন চাউর হয়েছে, ২০২১ সাল নয় মেসি এখনই বার্সা ছাড়তে চান। ভবিষ্যৎ নিয়ে বার্সার নতুন পরিকল্পনায় খুশি হলেই কেবল বার্সায় থাকবেন মেসি, এমন খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে। স্বাভাবিকভাবেই কোম্যানকে নিয়ে এসে ঘুরে দাঁড়াতে চাচ্ছে বার্সা। তাদের এই নতুন পরিকল্পনার কেন্দ্রবিন্দু হলে মেসির আর যাই হোক খুশি না হওয়ার কোনো কারণ নেই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ