Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিন

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এর রসুলপুর থেকে বদরপুর পর্যন্ত রাস্তাটির বর্তমানে নাজেহাল অবস্থা। এর স্থানে স্থানে গর্ত সৃষ্টি হয়ে আছে। গ্রীষ্মে থাকে হাটু সমান ধুলা ও বর্ষায় থাকে কাঁদাময়। এ অবস্থায় গত কয়েক বছর ধরে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রসুলপুর ও বদরপুর বাজার দুটি সংযোগ করায় রাস্তাটি দিয়ে দৈনিক হাজার হাজার পথচারী যাতায়াত করেন। এছাড়া ৫/৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ থেকে ৪ হাজার শিক্ষার্থীর যাতায়াতের মাধ্যম এ রাস্তা। দীর্ঘ দিন মেরামত না করায় এবং দুইপাশে মৎস্য চাষিরা প্রজেক্ট করার কারণে রাস্তার অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। স্থানে স্থানে রাস্তাটি ভেঙ্গে এমন অবস্থায় পরিণত হয়েছে যে অটোরিকশা, সিএনজিও চলাচল করতে পারে না। এমনকি গ্রীষ্ম ও বর্ষায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে যায়। গর্ত আর খানাখন্দে ভরপুর এই রাস্তাটি দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এমদাদুল হক সরকার
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন