Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০৭ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোর্শেদা বেগম (৪০)। শুক্রবার দিবাগত রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের স্ত্রী। তার বাড়ি একই এলাকায়।

জানা গেছে, রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে মোর্শেদা বেগমের পিঠে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় মোর্শেদা বেগমকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে মো. আহাদ আহত হয়। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমি

২০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ