বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলপুর উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কিশোর দাসকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করে দুদক। পরে তাকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের বাসিন্দা এনামুল হকের নামজারি মোকদ্দমা নিষ্পত্তিপূর্বক খাজনার রশিদ কাটতে যায়। এ সময় খাজনার রশিদ দেয়ার বিনিময়ে এনামুলের কাছে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি সহকারী কর্মকর্তা রতন কিশোর দাস। এ ঘটনা দুর্নীতি দমন কমিশন (দুদক) কে অবহিত করে এনামুল। এ অভিযোগের তদন্তে দুদক ৬ সদস্যের একটি তদন্তটিম গঠন করে। দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কমিশনার মো: নাছিম আনোয়ার, ময়মনসিংহ উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ ৬ সদস্যের এ টিম মঙ্গলবার যথা সময়ে পরিচয় গোপন করে রামপুর ভূমি অফিসে অবস্থান নেয়। পরে পূর্ব শর্ত অনুযায়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রতনকে ঘুষের ৮ হাজার টাকা দেয় এনামুল। এ সময় রতন কিশোর দাস ও তার সহযোগী বিরেন্দ্র চন্দ্র বিশ্বাস নামে অপর একজনকে গ্রেফতার করে দুদক। পরে গ্রেফতারকৃতদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাছুদুর রহমান বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা করেন। গতকাল বুধবার তাদের আদালতের প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।