পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
অনলাইন প্রতারক চক্র থেকে সাবধান
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে প্রতারক চক্রের দৌড়াত্ম্যও। যাদের সদা চিন্তা অসদুপায় অবলম্বন করা, তারা কিন্তু ঠিকই ফাঁদ পেতে রাখে সাধারণ মানুষকে কীভাবে ধোঁকা দিয়ে নিজের পকেট ভারি করা যায়। তথ্যপ্রযুক্তি যেমন আপডেট হচ্ছে তাদের কৌশলও বেশ পরিবর্তন হচ্ছে। অনেক হ্যাকার ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইমু, হোয়াটসঅ্যাপ হ্যাকড করে ব্ল্যাকমেইল করে মানুষের সাথে প্রতারণা করে চলেছে, হোক ব্যক্তিগত কিংবা আর্থিক। পাসওয়ার্ড হ্যাকড করে অনেকের টাকা ছিনিয়ে নিচ্ছে। মানুষের সরলতার সুযোগ নিয়ে এরা প্রতারণা করছে। অনেকে আবার অনলাইনে পণ্য বিক্রির নামেও প্রতারণা করছে। কেউ কেউ ভালো পণ্যের কথা বলে মানহীন এবং নকল পণ্য সর্বরাহ করছে, কেউ কেউ আবার পণ্যের বদলে অন্যকিছু সর্বরাহ করছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদের কঠোর হতে হবে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজেদেরকেও সচেতন হবে, যাতে যে কেউ আমাদের বিরুদ্ধে সুযোগ নিতে না পারে।
সাঈদী আলম
লোহাগাড়া, চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।