বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৩০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ ২ জনকে আটক করেছে। বুধবার দুপুরে এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে থানতলী এলাকার তুষার সরদারের সাথে পাশের পাকদী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৮ জন। বেশি আহতরা হলেন পাকদী এলাকার আইয়ুব আলী ফরাজী (৬০), আলেয়া বেগম (৫৫), মোনাই হোসেন (৬৫)। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রায় ৩০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম নামের এক সাংবাদিকের ঔষুদের দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় পাকদী এলাকার ক্ষতিগ্রস্ত রহমান খলিফা বাদী ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলাম জানান, আমি সাংবাদিকগতার পাশাপাশি একটি নতুন ঔষধের ফার্মেসীর দোকান দিয়ে ব্যবসা শুরু করেছি। হঠাৎ করে রাতে কিছু ছেলেরা এসে আমার দোকানে ভাংচুর শুরু করে। আমি এই ঘটনার দ্রæত তদন্ত ও অপরাধীর বিচারসহ ক্ষতিপূরণ চাই।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।