Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ৩:০৯ পিএম

করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন স্থগিত থাকার পর বিভিন্ন পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে। তবে ইউরোপসহ বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। এ কারণে প্রস্তুতি থাকার পরও আবার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাই ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা- ফিফা।

এএফসি এর আগে জানিয়েছিল, বাছাই পর্বের বাকি ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বরে ম্যাচগুলো সম্পন্ন করা হবে। এখন ম্যাচগুলো ২০২১ সালের কোনো এক সময় অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, বাছাই পর্বের পরবর্তী ম্যাচে ৮ অক্টোবর নিজেদের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। এরপর নভেম্বরে কাতার, ভারত ও ওমানের ম্যাচ ছিল জামাল ভুঁইয়াদের।

এএফসি’র এক বিবৃতিতে জানানো হয়, অধিকাংশ দেশে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অক্টোবর ও নভেম্বর সূচির কাতার বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়া কাপ চীন ২০২৩ এর বাছাই ম্যাচগুলো ২০২১ সালের সূচিতে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম্যাচগুলোর নতুন দিন-তারিখ ঠিক করা হবে এবং যথা সময়ে তা জানিয়ে দেওয়া হবে। মূলত ম্যাচগুলো হওয়ার কথা ছিল জুনে। কিন্তু করোনা মহামারির কারণে তা অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্বকাপ ও এএফসি বাছাইয়ে ‘ই’ গ্রুপের হয়ে খেলছে বাংলাদেশ। গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে তাদের অবস্থান। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ভারত।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতার। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ওমান। তৃতীয়স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ