Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেট নগরীতে ক্যারাম খেলতে বাধা দেয়ায়, গুলি ছুড়লেন আ’লীগ নেতা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৯:১১ পিএম

নগরীর ফাজিলচিস্ত এলাকায় পূর্ব বিরোধ ও ক্যারাম খেলা নিয়ে গুলি ছোঁড়ার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে।

কোতোয়ালি ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকালে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনীতে ক্যারাম খেলার নিয়ে দেখা দেয় বিরোধ। সেই বিরোধের জেরে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক খান তার আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়লে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে উঠে। সিসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন, অপরাধ নিয়ন্ত্রণ করতে এলাকার যুব সমাজ বাঁধা দেয়ায় সায়েক খান তার আগ্নেয়াস্ত্রের গুলি ছুড়ে প্রতিবাদীদের ভীতি প্রর্দশন করেন। এরপর উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে আসি আমি।
এ ব্যাপারে অ্যাডভোকেট সিবাহ উদ্দিন সিরাজ বলেন, ক্যারাম খেলা নিয়ে বিরোধ দেখা দেয়। এরপর সায়েক খান গুলি করেন

মহানগর পুলিশের বিমাবন্দর থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে একটি পক্ষ গুলি ছোঁড়ার ঘটনায়, উত্তেজনা সৃষ্টি হয়। তবে মীমাংসা হয়ে গেছে বিষয়টি।



 

Show all comments
  • Jack Ali ৭ আগস্ট, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
    Bullet should return back and kill him.. so that other get lessions.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ