Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে মালিকানাধীন জমিতে রাস্তা নির্মানে বাধা দেয়ায় হামলা, আহত ৪

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৯:২৩ পিএম

নিজ মালিকানাধীন জমির ওপর অবৈধভাবে জোরপূর্বক রাস্তা নির্মানে বাধা দেয়ায় নির্মম হামলার শিকার হয়েছে একই পরিবারের পিতাপুত্রসহ ৬ জন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পূর্ব পাড়া গ্রামে।
জানাগেছে, ঐ গ্রামের আলীম উদ্দীনের ছেলে নিজাম ও আবুল গং জোরপূর্বক একই গ্রামের আব্দুস ছামাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার সময় ছামাদ ও তার ছেলেরা বাধা দিলে নিজাম গং লোহার পাইপসহ ধারালো অস্ত্র দিয়ে অমানবিকভাবে আঘাত করে। এতে ছামাদের ছেলে সোহেল (২৫) সেলিমের ছেলে শোভন (২০)শামীমের ছেলে সিয়াম (১৩) সামাদের ছেলে সেলিম (৪০)সহ অপর ২ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা স্বীকার করেন এবং আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ