মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুমুল বর্ষণের পর বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দেওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও এর আশপাশের কিছু জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ দুদিনের জন্য এ সতর্কতা জারি করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। টানা বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দেওয়ার পর মঙ্গলবার জরুরি সেবা ছাড়া মুম্বাইয়ের সব অফিস এবং স্থাপনাও বন্ধ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের এ রাজধানীতে প্রায় দুই কোটি লোকের বাস। বন্যার কারণে বেশ কয়েকটি এলাকার রেললাইন ডুবে যাওয়ায় মুম্বাইয়ের ‘লাইফলাইন’ খ্যাত লোকাল ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে। মুম্বাই ছাড়াও সতর্কতা জারি হয়েছে মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় ও রতœগিরি জেলায়। “গত রাতের তুমুল বৃষ্টি এবং আবহাওয়া দপ্তরের প‚র্বাভাসের কারণে জরুরি সেবা ছাড়া মুম্বাইয়ের সব অফিস ও স্থাপনা বন্ধ থাকবে,” মঙ্গলবার এক ঘোষণায় বলেছে বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। অন্তত ২৬টি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে; গুরগাও, কিং সার্কেল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, কুরলা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।