Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মণিপুরে জঙ্গি হামলায় তিন ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৭:৪৭ পিএম

ভারতের মণিপুরে ফের নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। বুধবার সন্ধ্যায় চান্দেল জেলায় এই হামলার ঘটনায় আসাম রাইফেলসের তিন সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজন। বৃহস্পতিবার পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে মণিপুরের জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, আসাম রাইফেলসের ১৫ জনের দলটি মিয়ানমার সীমান্ত এলাকায় টহলদারির পরে খোংটাল শিবিরে ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ খোংটালের কাছেই জওয়ানদের লক্ষ্য করে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তার পর জঙ্গলের আড়াল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ওই প্রত্যন্ত এলাকায় হামলার খবর পেয়ে রাতেই পৌঁছয় বাড়তি বাহিনী। আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে আনার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। ২০১৫ সালে চান্দেল জেলাতেই ডোগরা রেজিমেন্টের কনভয়ে হামলা চালিয়েছিল এনএসসিএন (খাপলাং) জঙ্গিরা। ওই ঘটনায় ১৮ জওয়ান নিহত হয়েছিলেন। জবাবে মায়ানমারে খাপলাং গোষ্ঠীর শিবিরে ঝটিতি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এনএসসিএন (আইএম) গোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে মণিপুরের সেনাপতি জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ উঠেছিল। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ