Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের কোরবানির গোসত দেবে তুর্কি দাতব্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ২:৫৮ পিএম

প্রতিবারের মতো এবারও তুরস্ক সারা বিশ্বের প্রায় বিশটি রাষ্ট্রে শরনার্থী শিবিরি ও দরিদ্র মানুষের মধ্যে কোরবানির পশুর গোসত বিতরণের উদ্যোগ নিয়েছে। আসন্ন ঈদুল আযহায় তুরস্কভিত্তিক একটি দাতব্য সংস্থা বাংলাদেশসহ ২২ টি দেশ এবং অঞ্চলে কোরবানির মাংস বিতরণ করবে।

ডেনিজ ফেনারি এসোসিয়েশন নামের সংস্থাটি 'ঈদুল আযহা ক্যাম্পেইন' এর অংশ হিসেবে গেলো বছর ১০,০০০ কোরবানির মাংসের ভাগ বিতরণ করলেও এই বছর তা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শরনার্থী শিবির, যুদ্ধবিধ্বস্ত এলাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা, দরিদ্র এবং অপুষ্টিতে ভোগা লোকজন এক্ষত্রে অগ্রাধিকার পাবে৷ সেই সাথে বৃদ্ধ, এতিম, বিধবারাও অগ্রাধিকার পাবেন।

সংস্থাটি জানায়, সে হিসেবে সিরিয়া, ফিলস্তিন, সোমালিয়া, কেনিয়া, ইয়েমেন, বাংলাদেশ এবং আরাকান (রোহিঙ্গাদের আবাসস্থল) অগ্রাধিকার পাবে। কিছু পশু তুরস্কেই কোরবানি করা হবে। আর বাকিগুলো যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র অঞ্চলগুলোতে। যেসব অঞ্চলে স্বেচ্ছাসেবীরা যেতে পারবেন না, সেসব জায়গায় স্থানীয় সংস্থার সাথে সমন্বয় করা হবে। এছাড়া ২০ টি দেশের এতিমদের ঈদের নতুন জামা এবং নগদ অর্থ প্রদান করা হবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং তাদের আশার আলো দেখাতে এই উদ্যোগ বলে সংস্থাটি জানিয়েছে।

সূত্রঃ আনাদলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ