Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমস্যাটি কার্যত মিটে গেছে

পম্পেওকে হুঁশিয়ারি বেইজিংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার পম্পেওর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করেন। ‘দক্ষিণ চীন সাগর চীনের অংশ নয়’ বলে পম্পেও সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে ওয়েনবিন বলেন, বেইজিং সব সময় ঊর্ব এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অঞ্চলে আমেরিকার ষড়যন্ত্রের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন, চীন কখনো নিজের সীমান্তকে বাড়িয়ে বলেনি বরং সব সময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছা পোষণ করেছে। সিনহুয়া, পার্সটুডে। অপর এক খবরে বলা হয়, চীন বলছে সীমান্তের প্রায় সব জায়গা থেকেই সেনা সরিয়ে নিয়েছে দুই দেশ। অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সমস্যাটি ছিল তা কার্যত মিটে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয় এটি কি সত্যি যে গালওয়ান, হট স্প্রিংস ও কোঙ্কা পাসে দুই পক্ষ সেনা সরিয়ে দিয়েছে ও শুধু প্যাংগং নিয়েই এখন দ্বন্দ্ব আছে। জবাবে বিস্তারিত কিছু না বললেও মুখপাত্র জানান যে কূটনৈতিক ও সামরিক স্তরে বিস্তারিত আলোচনার ফলে উত্তেজনা কমছে, সেনা প্রায় সরে গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে। খুব দ্রুত কমান্ডার পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। তবে চীনের এই দাবি নিয়ে সরকারি ভাবে এখনও কিছু বলেনি ভারত। কিন্তু সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে সরকারি সূত্র তাদের বলেছে চীনের এই দাবি ঠিক নয়। সিনহুয়া, এএফপি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিং

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ