Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাগান সংস্কার করবেন মেলানিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের গোলাপ বাগান সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারের কাজের তদারকি তিনি নিজেই করবেন। প্রেসিডেন্টের ওভাল অফিস এবং পশ্চিম প্রান্ত জুড়ে বিস্তৃত সবুজ এলাকা রোজ গার্ডেন বা গোলাপ বাগান নামে পরিচিত। সংস্কার কাজের অংশ হিসেবে বাগানে খনন কাজও রয়েছে। এতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আর সংস্কার শেষ হওয়ার আগ পর্যন্ত এটির ব্যবহার বন্ধ থাকবে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হোয়াইট হাউসে গোলাপ বাগান প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে এটি বাস্তবায়ন করেন উদ্যানবিদ র‌্যাচেল মেলন। সময়ের পরিবর্তনে বাগানেও বেশ কিছুটা পরিবর্তন এসেছে। তবে মূল পরিকল্পনা এবং গঠনের সঙ্গে সংগতি রেখে নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। সিএনএন জানিয়েছে, গোলাপ বাগানের সংস্কার কাজও ব্যক্তিগত অনুদানের অর্থে সম্পন্ন করা হবে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলানিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ