মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রাম্পের পাশে মেলানিয়া ট্রাম্পের অভিব্যক্তির পরিবর্তন নতুন কিছু নয়। ২০১৭ সালে ট্রাম্প শপথ নেয়ার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মেলানিয়া। সে সময় ট্রাম্পের দিকে ফিরে কিছু সময় ধরে হাসার পর হঠ্যাৎ করেই মুখ ফ্যাকাসে হয়ে যায় মেলানিয়ার। এবারও সেই একই ঘটনা ঘটল। ট্রাম্পের সঙ্গে জনসম্মুখে আসার পর মুখের হাসি ফিকে হয়ে গেল মেলানিয়ার। এবার তা ধরা পড়েছে ক্যামেরায়। আটলান্টা ব্রেভসের সঙ্গে হিউস্টন অ্যাস্ট্রোসের বেসবল খেলা দেখতে শনিবার প্রকাশ্যে হাজির হন ট্রাম্প ও মেলানিয়া। করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানায় দর্শক। ওই সময় দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। পরে মেলানিয়া তার মুখ একপাশে সরিয়ে নেন এবং তার মুখ ফ্যাকাসে হয়ে যায়। ওই মুহূর্তে তা ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। মূল ভিডিওটি অল্প সময়ের মধ্যে ৪০ লাখ ভিউ হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ট্রাম্প ও মেলানিয়া সম্পর্কে অনেক মন্তব্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেলানিয়াকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত জুলাইয়ে তার ছেলে ব্যারোনের সঙ্গে ফটোশুটের সময়। নিউজ উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।