মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনে নিজের পরাজয় আঁচ করতে পেরে শুরু থেকেই ভোটে জালিয়াতির অভিযোগ করে আসছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও প্রকাশ্যেই স্বামীর সঙ্গে সুর মেলান। তবে নির্বাচনের ফল স্পষ্ট হতেই ব্যক্তিগতভাবে হোয়াইট হাউজ পরবর্তী লাইফস্টাইল নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি। দৃশ্যত এরইমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। স‚ত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ট্রাম্প যখন যে কোনওভাবে হোয়াইট হাউজে টিকে থাকতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ঠিক সে সময়ে সবকিছু গুছিয়ে নিতে চাইছেন মেলানিয়া। হোয়াইট হাউজে তাদের জিনিসপত্রের কোনটি ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো সৈকতে যাবে আর কোনটি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে যাবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি স‚ত্র জানিয়েছে, ‘তিনি (মেলানিয়া ট্রাম্প) শুধু বাড়ি ফিরতে চান।’ ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এবার শেষ পর্যন্ত হোয়াইট হাউজ ছাড়তে হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্ব›িদ্বতা করবেন তিনি। ফার্স্ট লেডি বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে স‚ত্রটি বলছে, এ ব্যাপারে মেলানিয়ার মনোভাব নেতিবাচক। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।