মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বহন যোগ্য প্লাস্টিকের স্বচ্ছ একটি বক্স, ফেস শিল্ড, মাস্ক, স্যানিটাইজার নিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা। অনলাইন ক্লাস, শিক্ষার্থীদের বাড়িতে শিক্ষকের যাতায়াত আর সপ্তাহে একদিন শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা যান স্কুলে। এভাবেই শিক্ষা কার্যক্রম শুরু করেছে ইন্দোনেশিয়ার পারমাতা হাতি কিন্ডারগার্টেন। স্বস্থ্য সুরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে নানা সরঞ্জাম। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের এই স্কুলটিতে ১৩৫ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতিদিন ৬ জন শিক্ষার্থী স্কুলে যেতে পারেন। তাদের প্রত্যেককে আলাদা করে ক্লাস নেয়া হয়। সঙ্গে থাকা অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সবাইকেই পরতে হয় ফেস শিল্ডসহ সব সুরক্ষা সরঞ্জাম। ‘আমরা শিশুদের স্বাস্থ্যগত সুরক্ষার জন্য বিশেষ বক্সের মাধ্যমে তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি। অন্যদিকে স্কুলে যখন কেউ প্রবেশ করছে তাদের বাচ্চাকে নিয়ে বা অন্য কোনো কাজে তাদের কিছু নিয়ম মানতে হয়। তারা অবশ্যই মাস্ক, ফেসশিল্ড, গ্লাবস পরতে হয় এবং তাদের শারীরের তাপমাত্রা যাচাই করা হয়। ’ জানান পারমাতা হাতি কিন্ডারগার্টেন-এর প্রধান শিক্ষক। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।